• Thu, Oct 2025

২০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ

২০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ

মধ্যনগরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সুইপারপট্টিতে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিবুর রহমান এবং সেনাবাহিনীর মধ্যনগর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।

অভিযান প্রসঙ্গে ইউএনও উজ্জ্বল রায় বলেন—
👉 “দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্যই এ অভিযান পরিচালনা করা হয়েছে। পূজার সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”