৮০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক❗
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
মধ্যনগরে থানার বিশেষ অভিযানে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার – দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২০ (তিনশত বিশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জনাব মনিবুর রহমানের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ইউছুব আলী সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন, এসআই (নিঃ) নাজমুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমান, এএসআই (নিঃ) মোঃ নুরুল আমিন এবং এএসআই (নিঃ) শাহ আশরাফুল ইসলামসহ একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।
২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর ১২টা ৫৫ মিনিটে মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় আসামি মোছাঃ রুজিনা আক্তারের বসতবাড়ি থেকে ৩২০ (তিনশত বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬,৪০০/- (ছয় হাজার চারশত টাকা)। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়ঃ
১. মোছাঃ রুজিনা আক্তার (২৯), পিতা- মোঃ খোরশেদ মিয়া, মাতা- মৃত হাজেরা খাতুন, সাং- চান্দালীপাড়া, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ।
২. মোঃ চান মিয়া (৪০), পিতা- মৃত কটু মিয়া, মাতা- মৃত সুরজাহান বেগম, বর্তমান ঠিকানা- সাং চানপুর, স্থায়ী ঠিকানা- সাং হামিদপুর, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ ইউছুব আলী বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৫, তারিখ- ২৩/০৯/২০২৫ খ্রিঃ। মামলা রুজু করা হয়েছে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায়।
মামলাটির তদন্তভার প্রদান করা হয়েছে এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেনের নিকট।
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
"ম্যানেজার ও সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তদন্তে নেমেছে হাইকোর্ট কমিশন”
মধ্যনগরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ