• Thu, Oct 2025

হাওরের উন্নয়নে নীতি ও নেতৃত্বের পরিবর্তন জরুরি:-তোফায়েল আহমদ খান

হাওরের উন্নয়নে নীতি ও নেতৃত্বের পরিবর্তন জরুরি:-তোফায়েল আহমদ খান

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান

হাওর অঞ্চলের মানুষ ও প্রকৃতির কল্যাণে সঠিক নেতৃত্ব ও কার্যকর নীতি জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের উপাধ্যক্ষ ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, “হাওরের দীর্ঘদিনের সমস্যা সমাধান না হওয়ার মূল কারণ হলো সৎ নেতৃত্বের অভাব। নীতি ও নেতৃত্ব ঠিক থাকলে হাওরের উন্নয়ন সম্ভব।”

তিনি আরও বলেন, হাওরের কৃষক, জেলে ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নীতি পরিবর্তন করে কোরআন-সুন্নাহর নির্দেশ অনুসরণ করলে সব মানুষ সমানভাবে অধিকার পাবে। নেতৃত্বের জায়গায় সৎ, যোগ্য ও খোদাভীরু ব্যক্তি প্রয়োজন, যিনি সবার কল্যাণের জন্য কাজ করবেন।

পথসভায় অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মোছাব্বির সভাপতিত্বে, হাসান জারির সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি আব্দুল্লাহ, মধ্যনগর উপজেলা আমীর অবু তাহের এবং এডভোকেট মহসিন রেজা মানিক।