৮০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক❗
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
“ভবিষ্যতের পথে প্রথম পদক্ষেপ: নবীনবরণে প্রাণের উচ্ছ্বাস”
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিশ্বেশ্বরী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে বরণ করে নেন কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব উজ্জ্বল রায়। বিশেষ অতিথি ছিলেন জনাব মাহাবুল কবীর।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী জিহাদ মিয়া। এছাড়া বক্তব্য দেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, প্রভাষক সুজন সরকার, প্রভাষক মিলন মিয়া এবং সহকারী শিক্ষক সমীরণ তালুকদার প্রমুখ।
সুনামগঞ্জ জেলা শিক্ষা খাতে দেশের অন্যতম পিছিয়ে থাকা অঞ্চল।
"ম্যানেজার ও সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তদন্তে নেমেছে হাইকোর্ট কমিশন”
মধ্যনগরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ