• Thu, Oct 2025

৫১ সদস্যের কমিটিতে নেতৃত্বে এমদাদুল–মস্তব–ইদ্রিস

৫১ সদস্যের কমিটিতে নেতৃত্বে এমদাদুল–মস্তব–ইদ্রিস

নতুন কমিটি নিয়ে উদ্দীপনায় মধ্যনগর বিএনপি। মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মধ্যনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. এমদাদুল হক তালুকদার, সাধারণ সম্পাদক মস্তব আলী (কাচা মিয়া) এবং সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী। মোট ৫১ সদস্যের এই কমিটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন ও প্রথম যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেনের স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন লাভ করে।

আজ দুপুর ২টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ডের বহু নেতাকর্মীর উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, বিপ্লব ও শাহনেওয়াজ প্রমুখ।