• Thu, Oct 2025

হাওর বাঁচাও আন্দোলনের নতুন নেতৃত্বে মোছায়েল-তোজাম্মিল

হাওর বাঁচাও আন্দোলনের নতুন নেতৃত্বে মোছায়েল-তোজাম্মিল

“দুর্নীতি নয়, টেকসই বাঁধ চাই: তাহিরপুর সম্মেলনে জোর দাবি”

“কৃষক বাঁচলে দেশ বাঁচবে—তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন”

“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা কমিটির আয়োজনে সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মোছায়েল আহমদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক তোজাম্মিল হক নাছরুম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল,

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,

বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল গনি আনসারী,

শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আবু সঈদ।


এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কমিটির আতিকুর রহমান আতিক, কামরুল হাসান রাজু, রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, হাওরের প্রাণপ্রবাহ রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাঁধ নির্মাণে দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করে টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। এছাড়া হাওরের মৎস্যসম্পদ রক্ষায় কঠোরভাবে ইজারা আইন প্রয়োগ এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি তোলেন তারা।

আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মোছায়েল আহমদকে সভাপতি ও তোজাম্মিল হক নাছরুমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন—

সহ-সভাপতি : আতিকুর রহমান আতিক,

সাংগঠনিক সম্পাদক : আহমদ কবির ও কামরুল হাসান রাজু।


আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।