• Fri, Aug 2025

হার্টে ব্লক, কৃষক লীগ নেতা রুহুল আমীনের রাজনীতি থেকে অব্যাহতি

হার্টে ব্লক, কৃষক লীগ নেতা রুহুল আমীনের রাজনীতি থেকে অব্যাহতি

হার্টে ব্লক, কৃষক লীগ নেতা রুহুল আমীনের রাজনীতি থেকে অব্যাহতি

মো: মোছাব্বির হোসেন||মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি ॥
মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রুহুল আমীন তালুকদার (রব) আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার (১০ আগস্ট) বিকেলে নিজ স্বাক্ষরিত একটি লিখিত অঙ্গীকারনামা মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অফিসে প্রেরণ করে তিনি এ ঘোষণা দেন।

অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেন, “আমি দীর্ঘদিন ধরে মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হিসেবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সম্প্রতি হার্টে ব্লক ধরা পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছি। ডাক্তার আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য, পরিবার ও ব্যক্তিগত অবস্থার কথা বিবেচনা করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।”

মুঠোফোনে আলাপকালে রুহুল আমীন তালুকদার রব বলেন, শারীরিক, মানসিক ও পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।