• Thu, Oct 2025

মধ্যনগরে বিজিবির অভিযানে ৮ ভারতীয় গরু আটক

মধ্যনগরে বিজিবির অভিযানে ৮ ভারতীয় গরু আটক

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে ৮টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি জানায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়। মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে এসব গরু পাওয়া যায়। আটককৃত গরুর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”

বিজিবি জানিয়েছে, আটক গরুগুলো শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে।