ভেতরে কড়াইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।
ভেতরে কড়াইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।
মধ্যনগরে পুলিশের অভিযানে নৌকা ও বালু উদ্ধার, আটজন আটক
সুনামগঞ্জের মধ্যনগর থানার অভিযানে ইজারাবিহীন ও অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের সময় একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও বালুসহ আটজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১১ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর গ্রামের রক্ষাকালী মন্দিরের সামনে গফুরে খাল থেকে এসব জব্দ করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের নির্দেশনায় এসআই মো. ইউছুব আলী, এএসআই স্বপন সরকার ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০০ ঘনফুট বালু (মূল্য প্রায় ৯ হাজার টাকা) ও নৌকাটি (মূল্য প্রায় ২ লাখ টাকা) উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মোট মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার টাকা।
আটকরা হলেন—
১. মো. তফছির হোসেন (২৬), পিতা গোলাপ নূর
২. মো. নেকবর আলী (২০), পিতা মো. ইউছুব আলী
৩. মো. সম্রাট হোসেন (২১), পিতা মো. জহুর আলী
৪. মো. মফিজ আলী (২৫), পিতা আহাদ আলী
৫. মো. মুক্তার আলী (১৯), পিতা মো. নুরুল হক
৬. মো. কাউছার আলী (২৩), পিতা মো. শুক্কুর আলী
৭. মো. শহর আলী (২০), পিতা মো. শুক্কুর আলী (সাং—রতনপুর)
৮. মো. শাহানুর (২০), পিতা আছিম উদ্দিন (সাং—কলাগাঁও, থানা—তাহিরপুর)
এ ঘটনায় এসআই মো. ইউছুব আলী বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় মধ্যনগর থানায় মামলা (নং-০৩/৫৫, তারিখ ১১/০৮/২০২৫) দায়ের করেন। মামলার তদন্তভার এসআই বিকাশ সরকারের ওপর ন্যস্ত করা হয়েছে।
পরে আটক আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Very active and responsible person
ভেতরে কড়াইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।
হার্টে ব্লক, কৃষক লীগ নেতা রুহুল আমীনের রাজনীতি থেকে অব্যাহতি
হাওর জনপদে নির্বাচনী জোয়ার: বিএনপির সাত, জামায়াতের এক প্রার্থী মাঠে